বিজয়ের গান

বিজয়ের গান
-এ.আই রানা চৌধুরী


লক্ষ প্রাণের বিনিময়ে তুমি
এসেছে বঙ্গমাতা,
আজিকে তাঁর জন্মদিনে আমি
বলব অনেক কথা।
মাঠে-ঘাটে যারা রক্ত দিয়েছে
তাঁদের বন্দনা করি,
সেই রক্তের দাম দিয়ে মোরা
বাংলাদেশ'টা গড়ি।
আছেন যারা জীবিত যোদ্ধা
রাখবো তাদের মান,
হোক না তাঁরা রিকশাওয়ালা
তবুও তাঁরাই মহান।
কত মা-বোনেরা বিলিয়ে দিলো
নিজেদের সম্ভ্রম,
এদেশের তরে সেই অবদান
একটুও নয় কম।
বাঙালি মোরা কখনো ভুলি না
যেন সেই অবদান,
হাতে হাত রেখে চলো একসাথে
গাই বিজয়ের গান।

Post a Comment

0 Comments