মাতৃস্নেহ

মাতৃস্নেহ
     -রানা চৌধুরী
.............................

পৃথিবী এত রঙ্গিন কেন, জানো কি তুমি ভাই?
মায়ের আদর ভালোবাসায় পূর্ণ হয়েছে তাই।
এত সবুজ শ্যামল ছায়া পেল মায়ের থেকে,
মাতৃস্নেহে চন্দ্র আলোক ছড়ায় চতুর্দিকে।
মায়ের আচল ভরা আছে স্নেহ আদরেতে,
মায়ের চেয়ে আপন কেহ নেইতো এই ধরাতে।
মায়ের রক্ত খেয়ে মোরা মিটাইছি পিপাসা,
সবথেকে মূল্যবান যে মায়ের ভালোবাসা।
আসবার কালে মায়ের পেটে লাথি দিছি মোরা,
সেই লাথির চোটে মায়ে হইছিল আধমরা।
তবুও কষ্ট ভুলে গেছে সন্তানের মুখ দেখে,
কেমনে সুখে থাকবো বলো মাকে দুঃখে রেখে?

Post a Comment

0 Comments