তারুণ্যের জয়গান

তারুণ্যের জয়গান

-রানা চৌধুরী
 

এসো গাই তারুণ্যের জয়গান,
তারুণ্যকে জাগিয়ে তুলতে
একত্র করি সকল প্রাণ।
বাহুতে না থাক মনে আছে বল,
মন চাইলে পারবো সবই
করতে রঙিন কোলাহল।
তারুণ্যের শক্তি সর্বসেরা ধন,
এসো দুর্বল হৃদে শক্তি সঞ্চার
করি আজ সর্বজন।
কে বলেছে পারবোনা আমি,
কী পারবো তা তো আমি জানি
আর জানে আমার অন্তর্যামী।

Post a Comment

0 Comments