সম্ভাষণ

সম্ভাষণ
-এ.আই রানা চৌধুরী


নতুন করে সাজিছে আজি ধরা
বৃক্ষশাখে কেউ রয়েছে বসে,
পাতার ফাঁকে মারিছে উঁকি ওরা
জীবন ঘড়ি দেখছে অংক কষে।
ভাবছি বসে কি হয়েছে আজ?
খানিকবাদে পেলাম খুঁজে দিশ,
মারছে উঁকি মহুয়া, শিমুল, পলাশ,
গাছের ডালে কোকিল দিচ্ছে শিস।
দেখরে তোরা বাহিরপানে চেয়ে
গাছে গাছে হরিৎ পত্র জাগে,
ফুল তুলিতে চলছে কুমারী মেয়ে
ভুবন দুলিছে তানপুরাটার রাগে।
খুলে দেখো দু'টি চোখের পাতা
দোল খেয়েছে দখিনা বাতায়নে
বাহির হতে বলেছে বঙ্গ মাতা
চলে এসো আমার আমের বনে।
বিছানা ছেড়ে সরল করো মাজা
আমার কথা শোনো দিয়ে মন,
চেয়ে দেখো এসেছে ঋতুর রাজা
জানাও তারে সাদর সম্ভাষণ।

Post a Comment

0 Comments