মা আমার সম্পদ

মা আমার সম্পদ
রানা চৌধুরী


কে বলেছে গরীব আমি,
আমার কিছুই নাই?
কে বলেছে নিঃস্ব আমি,
কে বলেছে ভাই?

আমার সম্পদ জননী আমার,
ভালোবাসার শিখরী,
সদা আমি আমার মায়ের
আদর স্নেহের পূজারী।

সকল কিছুর চেয়ে বেশি
মায়ের আঁচল নিরাপদ,
মায়ের পরশ স্নিগ্ধ শীতল
সকল সুখের রসদ।

তিন ভুবনে মায়ের চেয়ে
নাই তে কেহ আপনজন,
মা আছে যার, সব আছে তার
সেই তো বড় মহাজন।

Post a Comment

0 Comments