জ্বলতে এসেছি


জ্বলতে এসেছি
এ.আই রানা চৌধুরী


জীবনের পথে চলতে গিয়ে
বহুবার থমকে গেছি,
তবু সবকিছু ফেলে
তোমার পেছনে অক্লান্ত ছুটে চলেছি।
এক অণু প্রেম চেয়েছিলাম
কিন্তু দাওনি,
দিয়েছো এক সিন্ধু সমান যন্ত্রনা।
সেই যন্ত্রনা নিয়ে দিনের পর দিন
মাস, বছর, যুগ পাড়ি দিয়েছি,
তবু ক্ষ্যান্ত হয়নি।
নিরন্তর ছুটে চলেছি তোমার পিছুপিছু
কখনো ক্লান্তি ছুঁতে পারেনি আমার
বাম পাজরের হৃদপিণ্ডটাকে।

বহুদিন ধরে বহু পথ ঘুরেছি
কোন বিত্তের স্বার্থে নয়, শুধু তোমাকে খুঁজেছি।
সুখ আহ্লাদ সব পথের বালুকায় ফেলে
স্বর্গটাকে উপেক্ষা করে ছুটে আসি
তোমার কাছে।
সব স্বপ্নের কবর দিয়ে তোমার স্বপ্ন বক্ষে নিয়ে
জীবনটাকে তোমার নামে সপে দিয়েছি।
তোমার জ্বালিয়ে দেয়া আগুনে
বহুবার পুড়ে ছারখার হয়ে গেছি
তবুও হাল ছাড়িনি।
সবকিছু ছেড়ে আবার নতুন করে
তোমার কাছে জ্বলতে এসেছি।

Post a Comment

0 Comments