পোষ মানেনা

পোষ মানেনা
-রানা চৌধুরী

আমার মনের খাঁচার পোষা পাখি পোষ মানেনা
কেমনে পোষ মানাবে আমার এ মন তা বোঝেনা।
দেখেছিলাম তারে আমি দুর পাহাড়ের দেশে
পাখিটা ঘরে ফেরে সূর্য ডোবা সন্ধ্যা শেষে।
পাখির চোখের পানে চাইলে পরে
কারোর তো আর চোখ ফেরেনা।
হলুদ ডানা আকাশে মেলে
নিজের সাথে নিজেই খেলে
উরু উরু মনে,
আমার এমন পাগলপারা
করল পাখি দিশেহারা
এখন থাকি কেমনে।
তারে না দেখলে পরাণে আর তো সহেনা।
পাখিটা উদাস মনে চেয়ে থাকে
স্বচ্ছ স্নীগ্ধ নদীর বাঁকে
ছড়িয়েছে দীঘল ঘনকেশ,
গলায় ভরা কনক মালা
বরুণ তটে করে খেলা
ও পাখি ধরে নানান বেশ।
কেমন খাঁচা চায় সে পাখি কেউ তো জানেনা।

Post a Comment

0 Comments