মাতৃ ছায়া

মাতৃ ছায়া
রানা চৌধুরী


ভালোবাসা চাদরে
কত না আদরে
করেছে লালন আমায়,
কিছু নেই আমার
বিনিময় দেবার
সবই তুচ্ছ ধরায়।

জননী ছায়ায়
শৈশব আমার
কেটেছে অনেক সুখে,
নিজে পারিনি
করতে আহার
তুলে দিয়েছে মুখে।

ভুবনের ধন
করে আহরণ
লুঠালে চরণ তলে,
তবু কোনোদিন
শুধিবে না ঋণ
একথাই মন বলে।

জলেতে ভিজে
রোদেতে পুড়ে
ঘামে ঝরঝর কায়া,
থামে কোলাহল
হয় যে শীতল
পাইলে মাতৃ ছায়া।

Post a Comment

0 Comments