ঝুলন্ত মানবতা

ঝুলন্ত মানবতা
-রানা চৌধুরী


নিষ্কৃয় প্রতিবাদ
স্বাধীনতাও মৃত।
কামবাসনা রুখতে পারেনি জন্মদাতার দৃষ্টি,
বাদ যায়নি চার মাসের শিশুও।
ধর্মের বাণী, মরুর বুকে বৃষ্টির পানি;
আবদ্ধ হয়েছে বন্ধুত্বে।
হার মেনেছে লৌহবর্ম
প্রকাশ পেয়েছে নীরবতা।
যেদিকে তাকাই দেখি
গাছে গাছে ঝুলন্ত মানবতা।

Post a Comment

0 Comments