শীতের দাপট

শীতের দাপট
-রানা চৌধুরী


হাড় কাঁপছে, ঘাড় কাঁপছে,
কাঁপছে সারা দেহ;
শীতের দাপট বড়ই কপট,
ছাড় পাবেনা কেহ।
লেপের ভেতর গরম লাগে
সরালে লাগে শীত,
শীতের হাওয়া লাগলে গায়ে
হারায় হিতাহিত।
জোয়ান বুড়া সবাই কাঁপে
ঠাণ্ডা লাগে তাই,
আমিও যে কাঁপছি বসে
রক্ষার উপায় চাই।

Post a Comment

0 Comments