সেদিন এই বাংলায়

২৬-০৭-২০১৭ইং
সেদিন এই বাংলায়
রানা চৌধুরী

সেদিন এই বাংলার রাজপথে
বয়েছিল রক্তের ধারা,
তুমি কী জানো?
রক্ত যাদের কে ছিল তারা?
তারা ছিল এই বাংলার ছেলে
রফিক সালাম, বরকত,
রাষ্ট্রভাষা বাংলা বানাবে বলে
হয়েছিল একমত।
বাংলা মোদের মায়ের ভাষা
বাংলায় কথা বলি,
ভাষার দাবিতে গুলি খেয়ে তারা
মাটিতে পড়িল ঢলি।
ভুলবনা মোরা ভুলবনা তোমায়
ওহে শহীদ ভাই,
তোমার চেয়ে শ্রেষ্ঠ সন্তান
এই দুনিয়ায় নাই।

Post a Comment

0 Comments