বকুল মালা

১৫-০৭-২০১৭ইং
বকুল মালা
-রানা চৌধুরী

কষ্ট চেপে বুকের ভেতর বকুল মালা গাঁথি,
তোমায় করতে চেয়েছিলাম চিরদিনের সাথি।
তুমি পাশে না থাকিলেও বকুল আজো ঝরে,
বকুল মালা ছড়িয়ে আছে আমার সারা ঘরে।
দুজন মিলে আম কুড়োতাম জৈষ্ঠ্য মাসের দিনে,
সেই স্মৃতিগুলো এখনো তো রয়ে গেছে মনে।
কেমনে তুমি স্মৃতিগুলো ভুলে থাকো সখি?
ঘুমাইলে যে স্বপনেতে তোমায় শুধু দেখি।
কষ্টের তীব্র অনল জলে আমার ছোট বুকে,
এই ভেবে নীরব থাকি তুমি আছো সুখে।
তোমার সুখে সুখ আমার বকুল ফুলের মতো,
তোমার বাসরে সজ্জিত হোক বকুল শত শত।

Post a Comment

0 Comments