এলো বরষা

এলো বরষা
রানা চৌধুরী

এলো বরষা
হয়ে সরষা
ঢাকলো আকাশ মেঘে,
কাঁদে প্রকৃতি
করে মিনতি
থেকো না আর রেগে।
এমন দিনে 
বন্ধু বিনে 
একলা থাকি আমি ,
তাই তো সখি
নইকো সুখি
কাঁদে এই অন্তর্যামী।
বৃষ্টি জলে
প্রেমের ছলে
ভিজতো যদি সে,
শুন্য হৃদয়
পূর্ণ হতো
রুখত আমায় কে?

Post a Comment

0 Comments