শব্দ

ছড়া
শব্দ 
রানা চৌধুরী

শব্দচারী রাখাল আমি শব্দ চরাই খাতায়,
শব্দ নিয়ে করি খেলা বইয়ের পাতায় পাতায়।
কলম আমার হাতের তুলি, শব্দ  আমার রং;
শব্দ দিয়ে ছবি আঁকি সাজাই নানান ঢং।
শব্দ আমার চোখের মণি, দেখি শব্দ দিয়ে:
শব্দ আমার কানে বাজে একতারার সুর নিয়ে।
শব্দ আমার ঢোলের তালে, শব্দে ভরে বুক;
শব্দে গাঁথি প্রেমের মালা, শব্দই আমার সুখ।
শব্দ দিয়ে সাগর ছেঁচি মুক্তা করি আদায়,
শব্দ আমি ছাড়ব যেদিন জগতে নেব বিদায়।

Post a Comment

0 Comments