একাত্তরের অগ্নিশিখা

একাত্তরের অগ্নিশিখা
-রানা চৌধুরী
সবুজ শ্যামল এই দেশেতে সোনার ফসল ফলতো,
মাঠে মাঠে কৃষক গাইতো মধুর সুরে গান।
বাড়ির উঠোনে উচু করা খড়ের গাদা,
চারিদিক ছড়িয়ে আছে ধান আর ধান।।
হঠাৎ একদিন অন্ধকারে চতুর্দিকে,
লাল আভায় জ্বললো অগ্নিশিখা।
দাউ দাউ করে জ্বলে ধরণীর বুকে,
সে তার নেই কোনো সীমারেখা।।
চারিদিকে মানুষের করুণ আর্তনাদ,
বাজলো কঠিন দুঃখের বাঁশী।
রক্তবর্ণ ধারন করেছিল সেদিন
হেসে ওঠা ঐ বাঁকা শঁশী।।
হয়তো বুঝতে পেরেছ আমার কথা,
সেটা ২৫শে মার্চ একাত্তরের কথা।
বুঝতে পেরেছ আমাদের স্বাধীনতা রক্তের বন্যায়
বয়ে যাওয়া শত নদীর আঁখড়ে গাঁথা।।

Post a Comment

0 Comments