পঁচিশ

রানা চৌধুরী
গদ্য কবিতা
পঁচিশ
-রানা চৌধুরী

পঁচিশ! পঁচিশ!! পঁচিশ!!!
একাত্তরের পঁচিশ
যে পঁচিশের কালো রাতে হানাদারেরা
বাংলার বুকে জ্বেলেছিল রক্ত মশাল।
আবিরে আবৃত হয়েছিল সেই কালো রাত,
শুন্য হয়েছে মায়ের বুক,
পিতৃহারা হয়েছে শত শিশু সন্তান,
বিষাদে ভরেছিল স্বজনহারা মানুষের মন।
চারিদিকে হাহাকার, কার কান্না কে শোনে-
সেদিন অনেক পিতা-মাতা দেখেছিল 
সন্তানের টকটকে লাল রক্ত।
দেখেছিল পাকিস্তানীর গুলিতে
ঝাঝড়া হয়ে যাওয়া ক্ষতবিক্ষত দেহ।
আহা! কি সেই করুন আর্তনাদ,
যখন গুলিবিদ্ধ, আগুনে ঝলসিত
মায়ের আদরের সেই ছোট্ট মানিক।
তবুও মা তাকে বুকে টেনে নিতে পারেনি,
ঘরের অন্য কোনে আহত হয়ে থাকা
সেই কোমল হৃদয়ের জনমদুখিনী মা।
বাঙ্গালীর রক্তে গোছল করার ভাবনা নিয়ে
ঝাপিয়ে পড়েছিল সেই হানাদারের দল।
তবে, বাঙ্গালীর অদম্য সাহসের কাছে 
হার মানতে হয়েছিল তাদের,
বাঙ্গালী প্রমান করেছে আমরা এই

Post a Comment

0 Comments