কোকিল বলে


কোকিল বলে
  -রানা চৌধুরী
কোকিল আমায় কানে কানে বলে গেল শোনো
বসন্ত আসলো তবু ফুল ফোটে না কেনো?
অস্তির হয়ে বসে আছি গাইবো কুহূ গান
কতদিন গাইনি তাইতো আর মানেনা মন।
ফুটবে কখন কুরচি, কুসুম,শিমুল, মনিমালা?
মহুয়া, পলাশ দিয়ে কখন সাজাবো বরনডালা?
গাছে গাছে গজাবে কখন সবুজ কচি পাতা?
হাঁটবে কখন বৃদ্ধ পথিক মাথায় দিয়ে ছাতা?
কাকের বাসায় ডিম পাড়িব আমি চুপিসারে
আমার বংশ বৃদ্ধি পাবে কাকের পরিবারে।
আর আমি কুহূ রবে গাইবো ডালে ডালে
পলাশ গাছের চূড়ায় আমি নাচবো তালে তালে।
আবার যখন চৈত্র শেষে গ্রীষ্ম দেবে ডাক
সরল পথে যাবো চলে আর নেবো না বাঁক।

Post a Comment

0 Comments