রক্তে লেখা নাম

       রক্তে লেখা নাম
        -রানা চৌধুরী

ধরনীর বুকে আছে দেশ এক ভাই
পৃথিবীতে যার কোন তুলনা নাই।
সে আমার দেশ, আমার বাংলাদেশ
রুপের রাণী সে, তার রুপের নাই শেষ।
যত ইতিহাস আছে স্বর্ণাক্ষরে লেখা
বাংলাদেশ আছে সেথা নিচে টেনে রেখা।
এদেশের যুবকেরা মাতৃভাষার তরে
জীবন দিয়েছিল তারা সংগ্রাম করে।
লড়েছিল বীর বেশে দীর্ঘ নয় মাস
রক্তবর্ণ হয়েছিল যে মাঠের সবুজ ঘাস।
স্বাধীনতার তরে দিছে ত্রিশ লক্ষ প্রাণ
তাইতো আজ গাইছি মোরা বিজয়ের গান।
সোনার চেয়ে বাংলাদেশের মাটির বেশী দাম
ধরনীতে বাংলাদেশ এক রক্তে লেখা নাম।

Post a Comment

0 Comments