এসেছিলে

এসেছিলে
রানা চৌধুরী


তুমি এসেছিলে-
নিঃস্ব জীবনে সম্বল হয়ে,
ভালোবেসেছিলে-
হৃদয়ের সবটুকু বিলিয়ে দিয়ে।
তুমি এসেছিলে-
চৈত্রের খরায় এক পশলা বৃষ্টি হয়ে,
একটু হেসেছিলে-
ঐ দূর আকাশ পানে চেয়ে।
তুমি গেয়েছিলে-
ভোরের পাখির ঘুম ভাঙানো গান,
সুরে ভেসেছিলে-
বায়ু-শূন্যের মাঝে করে কলতান।
তুমি নেচেছিলে-
ধ্বনিত হয়েছে অমরাবতীর উঠান,
ঘুঙুর বাজিয়েছিলে-
জেগেছিল প্রেম যত নিষ্প্রাণ।
আর সবশেষে,
চলে গিয়েছিলে-
একফোঁটা অবিশ্বাসের বিষ করে পান,
বুকটা করেছিলে-
প্রেম বিচ্ছেদের এক মহাশ্মশান।

Post a Comment

0 Comments