জীবন খেয়ার তরী

জীবন খেয়ার তরী
-রানা চৌধুরী


জীবন খেয়ার তরী তুমি, তুমি তার দু’কুল,
সদ্য ফোঁটা গোলাপ তুমি, সুগন্ধী এক ফুল।
হাজার তারার মাঝে তুমি স্নিগ্ধ একটা চাঁদ,
তোমার চোখে পেতেছ যে ভালবাসার ফাঁদ।
শিশির ভেজা সকাল তুমি স্নিগ্ধ সবুজ ঘাসে,
তোমায় দেখে বনের পাখি মুখ লুকিয়ে হাসে।
তোমার চুলে মেঘের হাসি চোখের নজর কাড়ে,
বিজলী তোমায় দেখে লাজে লুকায় মেঘের আড়ে।
তোমার হাতের কাঁচের চুড়ি ঝনঝনিয়ে বাজে,
দেখতে অনেক লাগবে ভালো নতুন বউয়ের সাজে।
রিনিঝিনি করে তোমার কোমরের বিছা,
সত্যি করে বলছি আমি একটুও নয় মিছা।

Post a Comment

0 Comments