যদি আসবে ফিরে

যদি আসবে ফিরে
-এ.আই রানা চৌধুরী


যদি আসবে ফিরে,
তবে কেন বারবার দূরে সরে যাও?
যদি বাসবে ভালো,
তবে কেন অবহেলার নাট্য সাজাও?
তুমি কেন বোঝো না,
তোমাকে ছাড়া-
আমার প্রতিটি ক্ষণ যেন চৈত্রের দুপুর,
সূর্যটা যেন ঠিক মাথার উপর;
ঢেলে দেয় গনগনে উত্তাপ,
এ যেন ছায়াবতীর অভিশাপ।
কেন করো এত অভিনয়?
যদি এ হৃদয় তোমার স্বপ্ন বাসর হয়।
কেন করো এত ছল?
যদি দূরত্ব বাড়লে তোমার চোখে আসে জল।
কেন দাও বলো এত ফুলের আঘাত?
যদি আমি হীনা ধরা তোমার ওপার-সওগাত।
এমনটি আর করো না,
দোহাই তোমার, এমনটি আর করো না।
জ্বালিও না মন তুষের অনলে,
নিভিও না দীপ গোধূলির কালে।
তোমার চোখে যে প্রেম দেখেছি,
বুকের মাঝে যে ঘর বেধেছি,
কভু যেন তার হয় নাকো ক্ষয়।
সুখের আশে যে স্বপ্ন আঁকি,
সে স্বপ্ন যেন দেয় না ফাঁকি,
থাকে যেন সে সারা জীবনময়।

Post a Comment

0 Comments