রক্তের দামে কেনা

রক্তের দামে কেনা

রানা চৌধুরী

বাংলাদেশ!
তুমি রক্তের দামে কেনা।
একাত্তরের সেই দিনগুলোতে যে রক্ত ক্ষয়ে গেছে,
সেই রক্ত দিয়ে কিনেছি তোমার স্বাধীনতা।
ত্রিশ লক্ষ শহিদের রক্ত! অল্পটুকু নয়,
সেই রক্তের দাম মণিমুক্তার চেয়ে অধিক।
আমরা সেই ধন বিলিয়ে দিয়েছি,
বিনিময়ে এনেছি বিজয়গাঁথা বাংলাকে।
বাংলা তুমি ধন্য!
কারন তুমি রক্তের দামে কেনা।
আর বীরাঙ্গনার ইজ্জতের দামে সাজিয়েছি
তোমার সবুজ শ্যামল ছায়াময় ভূমি
তুমি বাংলা!
রক্তের দামে কিনেও তোমায়
সহজে যায়নি পাওয়া।
তোমাকে আনতে হয়েছে ছিনিয়ে।
তুমি!
ক্ষুধার্ত মুক্তিযোদ্ধার খালি পেটে ভর করে
এসেছো আমাদের মাঝে।
তোমার শিশির ছিল ছেলেহারা মায়ের
দুচোখের কোণ থেকে ঝরে পড়া জল।
তোমার বিজয়!
এক অশ্রুস্নাত মর্মান্তিক ইতিহাস।
তুমি বিশ্বমাঝে ঠাই পেয়েছ;
একাত্তরের পিতৃহারা শিশুদের
চোখের জলের বিনিময়ে।

Post a Comment

0 Comments