আঠারো লাখ

আঠারো লাখ

রানা চৌধুরী

কি যুগ পড়ে গেল ভাবতে অবাক লাগে,
চাকরি নিতে আঠারো লাখ, ভাবিনি তে আগে।
সোনার দেশে ঘুষের প্রভাব ইতিহাসে হলো লেখা,
কতটুকু ভালো কাজ আর বাকি থাকবে শেখা?
হেডমাষ্টার চাকুরী নিবে আঠারো লাখ দিয়ে,
তার জন্য সে যৌতুক ছাড়া করবে না তো বিয়ে।
বাবায় বলে, ছেলে আমার চাকরি নিবে ভাই,
তার জন্য আঠারো লাখ যৌতুক আমি চাই।
অনেক টাকা ফুরিয়েছি ওর পড়ালেখার তরে,
আঠারো লাখ না দিলে তো বউ তুলবো না ঘরে।
জমিজমা বিক্রি আর যৌতুকের টাকা দিলো,
আঠারো লাখ দিয়ে নাহয় চাকরিটা সে নিলো।
কত বছরে আঠারো লাখ জমবে বেতন নিয়ে?
ঘরের খরচ বউয়ের খরচ চালাবে বা কী দিয়ে?
চাকরি যে এক সোনার হরিণ সোনার বাংলাদেশে,
ঘুষ দিয়েও যে চাকরি পায়না নিঃস্ব হয় সে শেষে।

Post a Comment

0 Comments