আর কত দেখবো

আর কত দেখবো

-রানা চৌধুরী
 
আমি আর কত দেখবো বলো?
দেখতে দেখতে দুচোখ আমার
সিক্ত হয়ে গেছে।
অনেক দেখেছি পৃথিবীতে
মিথ্যে প্রেমের করাল গ্রাস।
আমি দেখেছি,
হাজার প্রেমিকের চোখের জলের নদী,
না পাওয়ার বেদনায় পরিপুর্ণ সে নদী;
সাক্ষী হয়ে আছে বিচ্ছেদ বিরহের।
আমি দেখেছি,
ছলনায় ভরা শত নারীর প্রেমের অনলে
পুড়েছে যুবকের দল।
ফাঁসের দড়িতে ঝুলেছে তাদের প্রেম।
আমি আবার দেখেছি,
শত যুবকের ভ্রমররুপী মন।
উড়ে চলে ফুলে ফুলে; মধু খাওয়ার আশে।
মধু খেয়ে তারা ফেলে দেয় ফুল।
আবার উড়ে চলে নতুন ফুলের খোঁজে।
ফুলগুলোও এমন,
যে ভ্রমর মিষ্টি সুরে গাইতে পারে;
তাকে আসন পেতে দেয় মনের ঘরে।
উজাড় করে দেয় ভাণ্ডারে তার যা আছে।
কিন্তু শেষে,
হতাশ হতে হয় তাকে।
তখন বুঝতে পারে মধু বিলিয়ে দেয়ার ফল।
তবে তখন,
কোনো লাভ হয় না আর।
ফিরে আসেনা সেই হারিয়ে যাওয়া ধন।
আমি আর
কত দেখবো বলো?
দেখতে দেখতে ছায়া পড়ে গেছে
আমার দু’চোখের কোণে।
তাই আমি আর দেখতে চাইনা,
আমি চাই একটু প্রশান্তি;
আর একটু নিরবতা।

Post a Comment

0 Comments