বেদনার ঘর

বেদনার ঘর

-রানা চৌধুরী

বেদনার ঘর
অন্তর আমার,
বিষাদের আগুনে পোড়া দেহ।
পুড়ে ছারখার
হৃদয় আমার,
চেয়ে দেখল না তো কেহ।
দুঃখে গড়া
আমার ধরা,
সুখ নেই তো এই কপালে।
যৌবন গেল
প্রেম না এল,
জনম বৃথা হইল যে অকালে।

Post a Comment

0 Comments