বিদায় দাও আমায়

বিদায় দাও আমায়

-রানা চৌধুরী
 

আমার বিদায় বেলা এসেছে,
হাসিমুখে দিও বিদায় আমায়।
আমার আমলে কেউ হেসেছে,
কেউ বা কেঁদেছে দুখ বেদনায়।
আমার তো নেই কোনো দোষ,
আমি চলি উপরাওয়ালার ইচ্ছায়।
কেউ খেয়েছ ভর্তা ভাজি কেউ খেয়েছ গোস,
বিদায় বেলা তাই বকা দিও না আমায়।
আমার মনে ছিল অনেক আশা,
সবাইকে রাখবো আমি সুখে।
সবার মনে জন্মিবে ভালবাসা,
জড়িয়ে রাখবে আমায় বুকে।
নিয়তি আমার এভাবে গড়া,
কাটিয়েছি জীবন সুখে দুঃখে।
থামাতে পারিনি অন্যায়ের ঘোড়া,
সফল হইনি বীরের মতো রুখে।
তাইতো আমি স্থান ছেড়ে দিচ্ছি,
আসুক আঠারো; করো তার বন্দনা।
আমি তো বিদায় নিচ্ছি,
আঠারো তেমন কিন্তু মন্দ না।

Post a Comment

0 Comments