নবীণ

নবীণ
-রানা চৌধুরী

নবীণ তোমার হাতের পরশ ছোয়াও সবুজ ঘাসে,
নবীণ তুমি থেকো দুঃখী মানুষদের পাশে।
নবীণ তুমি কলম ধরো লিখতে সত্য কথা,
নবীণ তোমার বুকের মাঝে দেশের স্বপ্ন গাঁথা।
নবীণ তোমার নিশ্বাসেতে রেখো নাকো বিষ,
নবীণরে তুই অনাহারীর মুখে খাবার দিস।
নবীণ তুমি সদাই করো বড়দের সম্মান,
নবীণ তোমার মগজ বানাও দেশের সংবিধান।
নবীণ তোমার চোখের ধারা তেরো শত নদী,
নবীণ তুমি মনের মাঝে দুঃখ পোষো যদি।
নবীণ তোমার নয়ন জোড়া সবুজ বৃক্ষ পাতা,
নবীণ তুমি বৃষ্টিতে হও মাথার উপর ছাতা।
নবীণ তোমার মুখেতে গাও স্বাধীনতার গান,
তোমার ডাকে জেগে উঠুক বাংলাদেশের প্রাণ।

Post a Comment

0 Comments