আমার দেশ

আমার দেশ
রানা চৌধুরী
***************
আসব একদিন ফিরে এই বাংলাতে,
যে দেশ ভরা আছে নদী মাঠ ক্ষেতে।
আসব ফিরে সেই দেশের কাছে,
যেথায় সারাদিন দোয়েল, শালিক নাচে।
কোকিল, শালিক ডাকে যেথায়,
আসবো ফিরে আবার সেথায়।
বটের ছায়ায় রাখাল ছেলে,
বাজায় বাঁশি সুর তুলে।
সবুজ শ্যামল সোনার গাঁয়,
সারাদিন মৃদু হাওয়া বয়।
হেমন্তে যার ঘরে উঠে ধান,
নদীর বুকে মাঝি গায় গান।
নৌকা চলে পাল তোলা,
মনের মাঝে দেয় দোলা।
তাইতো আমার বাংলাদেশ,
সবুজ শ্যামল সোনার দেশ।

Post a Comment

0 Comments