ওরে বৃষ্টি

বৃষ্টির ছড়া

ওরে বৃষ্টি
রানা চৌধুরী

ওরে বৃষ্টি, ওরে বৃষ্টি
ভিজাও আমার গাঁ,
এক পশলা ঝড়ে হাওয়া
আমায় দিয়ে যা।

গাছ ভিজলো, বাঁশ ভিজলো
ভিজলো শুকান মাঠ,
ঘর ভিজলো, বর ভিজলো
ভিজলো পুকুট ঘাট।

কৃষকের ধান ভিজলো
ভিজলো হালের গরু,
ময়লা ধুয়ে গোছল করল
ছোট বড় সব তরু।

এবার আমায় ভেজাও তুমি
টিপটিপ করে আয়,
তোর আশাতে বসে থেকে
সন্ধ্যা হয়ে যায়।

Post a Comment

0 Comments