ঝরঝর বৃষ্টি

ঝরঝর বৃষ্টি
রানা চৌধুরী

ঝরঝর বৃষ্টি,
ছলছল মন;
গুড়ুগুড়ু মেঘ ডেকে
চলে সারাক্ষণ।

আষাঢ়ের বাদল দিনে
বৃষ্টিতে ভিজে,
মন চায় বারবার
কিশোর হই নিজে।

ছোটবেলার আষাঢ় দিনে
কুড়োতাম আম,
বৃষ্টিতে ভিজে পাড়ি
পাকা কালো জাম।

গাছের তলে বৃষ্টিজলে
 ভিজি সারাবেলা,
গায়েতে কাঁদা মেখে
করি কত খেলা।


Post a Comment

0 Comments