ওহে কুমকুম

ওহে কুমকুম
রানা চৌধুরী
***************
ওহে কুমকুম
মিষ্টি মুখের কথায় আমার কেড়ে নিলে ঘুম।
দুষ্টু চোখের চাহনিতে কেড়ে নিলে আঁখি,
ঘুম ভেঙ্গে  আজ উঠল জেগে ছোট্ট প্রেমের পাখি।
তোমার নাকের সোনার নোলক দেখতে লাগে ভালো,
কেমনে তুমি হলে আমার দুই নয়নের আলো?
তোমার ফর্সা মোমের মত গালে নাইকো টোল,
তোমায় দেখে বাজল বুকে ভালবাসার ঢোল।
কানে আবার সোনার বালি গাড়ির চাকার মত,
চিবুক তোমার ভরা ওগো লজ্জা আছে যত।
তোমার চুলে মেঘের হাসি সাগরের ঢেউ,
দেখলে তোমায় ভুলতে কভু পারবেনা তো কেউ।
তোমার হাতে কাঁচের চুড়ি দেখেছি তো নাই,
শাড়ী পড়লে লাগবে কেমন বলতে পাইনি তাই।

Post a Comment

0 Comments