বিদ্যার বড়াই

বিদ্যার বড়াই
-রানা চৌধুরী

বিদ্যার বড়াই করিসরে তুই
নিজেকে জ্ঞাণী মানিস,
তোর ভেতরে কতটুকু আর
বিদ্যা আছে জানিস?
ভালো কাজে মন নাই তোর
আছে মন্দ কাজে,
তোর শিক্ষা তো সুশিক্ষা নয়
শিক্ষা যে তোর বাজে।
তোর মত তো বিদ্যা শিক্ষা
 নজরুলের নাই,
তবুও তিনি মহা বিদ্যান
তার মত কেউ নাই।
রবি ঠাকুর বলেনি তো
বিদ্যা আমার বেশী,
অল্পবিদ্যা জাহির করিস
চাঁদকে বলিস শঁশী।
আকাশটাকে শুন্য বলিস
আর বলিস অম্বর,
নকল করে তুই পরীক্ষাতে
পেয়েছিস বেশি নম্বর।
সূর্যটাকে ভানু বলিস
বলিস অংশুমালী,
গরীবরে তুই মূর্খ বলে
সদাই দিছিস গালি।
গরীব চাষী মূর্খ নয় রে
ওরাই বড় বিদ্যান,
দুমুঠো তুই খেতে পারিস
সেটা গরীবের অবদান।

Post a Comment

0 Comments