আমি বড়

আমি বড়
-এ.আই রানা চৌধুরী


সুর তুলেছি জীবন বীণায়
গাইছি নিজের গান,
সদাই আমি আত্মভোলা
টানি নিজের টান।
আমায় আমি করছি বড়
আমি কত বোকা!
পাবার আশায় সবারে তো
দিচ্ছি কত ধোকা।
নিজের মান বাড়াতে গিয়ে
অন্যকে দেই গালি,
পরের বউকে বউ বলি আর
নিজেরটাকে শালী।
নিজেরে যদি বড় বলি
যায় কি হওয়া বড়?
বড় হতে চাইলে আগে
নিজেকে ছোট করো।

Post a Comment

0 Comments