দালান শ্রমিক

দালান শ্রমিক
-রানা চৌধুরী

কুলি মজুর শ্রমিকদের নিয়ে কতই না কাব্য রচনা হল,
কিন্তু কোন কবিই লিখলো না সেই দালান শ্রমিকের কথা।
যারা অনবরত রৌদ্রতাপে পুড়ে আর বৃষ্টিজলে ভিজে
বানায় অট্টালিকা।
সেই অট্টালিকার মাঝে বাস করে কোটিপতিরা।
এই দালান শ্রমিকের কষ্টকর কর্মের ফসল
আজকের এই দালানকোঠা গুলো,
তাদের রক্ত পানি করা পরিশ্রমের পায়না সঠিক দাম।
কেউ কখনো বুঝতে চায়নি তাদের মনের কথা,
সদাই অবহেলাপূর্ণ হয়ে বেঁচে আছে তাদের জীবন।
যারা বাঁকা লোহাকে বাহুবলে সোজা করে
আবার সোজা লোহাকে বাঁক দিয়ে নির্মাণ করে ঐ ইমারতগুলো।
কেউ কখনো শুকেনি তো তাদের রৌদ্রে পোড়া দেহের
ঘামের ঘ্রাণ।
এত পরিশ্রম করেও তারা পায়না সঠিক দাম,
পায়না তাদের ঘামের মুল্য, আবার যেটুকুও পায়্
অমানুষ ঠিকাদার অর্ধেক দেয় মেরে।
তবুও কেউ কখনো তাদের অবদানের কথা লিখেনি,
লিখেনি তাদের জীবনী।
ওরাও যে বড় শ্রমিক ভুলে থেকেছে মানুষ।
কেউ বলেনি কখনো তো ওদের অবদানের কথা,
উপরন্তু কিছু মানুষ এই শ্রমিকের গায়ে বিনাদোষে
হাত তুলেছে, আঘাত করেছে তাদের।
ওদেরকেও একটু ভালবাসো, সদয় হও ওদের প্রতি।
ওরাও তো মানুষ, ওদের সঠিক মূল্য দিতে শিখো।
 
 
উৎসর্গ: দালানকোঠা নির্মাণকারী শ্রমিকদেরকে

Post a Comment

0 Comments