বিয়ে

বিয়ে

-রানা চৌধুরী

ছোট্র একটা ছেলে
কী বা বয়স হবে! চৌদ্দ কী পনেরো।
যখন আমি হাইস্কুলে যাই
তখন সে সবে পা দিয়েছে স্কুলে।
এখন আমার বয়স একুশ
ফুটেনি বিয়ের ফুল।
হঠাৎ সেদিন দেখলাম তার
বউয়ের কানে ঝুমকো দুল।
মেয়েটির বয়স আরো অনেক কম,
এগারো পেরিয়েছে হয়তো।
এই বয়সে কী বা বুঝে সে!
কতটুকু তার ধারনা সংসার জগতের!
তবু করছে স্বামীর সংসার।
ছেলেটির আরো ইতিহাস আছে;
শুনলে অবাক হবেন।
এক বউকে তালাক দিয়েছে,
এটা তার দ্বিতীয় বিয়ে।
এত অল্প বয়সে দুটি বিয়ে;
সত্যি অবাক করার মতো।
সরকার আর আইন নির্বাক তবু
ঠেকাতে পারেনা কিছুই।
পাবেই বা কেমন করে?
প্রশাসন এখন টাকার গোলাম।
পকেটে ঠুকলে ঘুষের কড়ি ভুলে যায় সব।
কেমনে তাহলে বন্ধ হবে বারো বছরের বিয়ে?

Post a Comment

0 Comments