বৈশাখ

বৈশাখ
রানা চৌধুরী
১০/০৪/২০১৭ইং

চারিদিকে খুশির উৎকর্ষ,
আবার এলো বাংলা নববর্ষ।
ইলিশ দিয়া পান্তা খাও,
বৈশাখী মেলাতে যাও।
হলুদ শাড়ী পরবে তুমি,
উল্লাসে কাঁপবে বঙ্গভূমি।
শাড়ির আচল দুলবে তখন,
কাল বৈশাখী উঠবে যখন।
সপ্ত রঙের চুড়ি হাতে,
পুথির মালা ঐ গলাতে।
লাগবে তোমায় পরীর মতো,
দুঃখ ভুলে থাকবে শত।

Post a Comment

0 Comments