বুকের কুঠিরে

বুকের কুঠিরে
-রানা চৌধুরী

আমার বুকের ছোট্ট কুঠিরে তোমায় দিয়েছি ঠাই,
তুমি ছাড়া জগতে আমার আর তো কেহ নাই।
চোখের কোণে আলো আমার তোমায় দেখার তরে,
ভালবাসবো তোমায় আমি সারাজীবন ভরে।
নিশি রাতে তুমি আমার পূর্ণিমারি চাঁদ,
তুমি ছাড়া সবই আমার হয়ে যায় বরবাদ।
গোধুলির মাধুরী মেশানো তাজা গোলাপ তুমি,
তোমায় দেখলে সাগর হয় এ হৃদয় মরুভূমি।
গাছের পাতা সবুজ যেমন তেমন তোমার রুপ,
তোমায় দেখে পাখ-পাখালি হয়ে যায় নিশ্চুপ।
চন্ডিদাসে বড়শী বাইলো শুকনো পুকুর মাঝে,
আমি পাগল খুঁজে বেড়াই তোমায় সকাল সাঝে।

Post a Comment

0 Comments