দিন মজুর

দিন মজুর
      -রানা চৌধুরী
সারাদিন কর্ম করে ঝরায় দেহের ঘাম
সেজন্যই হয়েছে তাদের দিন মজুর নাম।
কেউ বা  থাকে কুড়ে ঘরে ভাঙ্গা ঘরের বেড়া
কারো আবার খড়ের ছাউনি কলা পাতায় ঘেরা।
বর্ষাকালে ঘরের চালে বৃষ্টি ফোটা পড়ে
কারো ঘরের চাল উড়ে যায় কাল বৈশাখী ঝড়ে।
বৃষ্টিতে ভেজে আর রোদে পুড়ে দেহ
কাজ না হলে উপোস থাকে খেতে দেয়না কেহ।
তবু  তারা কাজ করে ভাই পায়না সঠিক দাম
সেজন্যই হয়েছে তাদের দিন মজুর নাম।

Post a Comment

2 Comments