নির্ঝর

নির্ঝর
রানা চৌধুরী
তুমি নির্ঝর  ঝরে পরো  পাহাড়ের গা বেয়ে
ঝড়ো হাওয়া হয়ে সাগর থেকে আসছি আমি ধেয়ে।
তুমি গোলাপ ছড়াও সুবাস রোজ সন্ধা সকাল
আমি তবলা বাশেঁর বাশির সুরে মিলাই তাল।
তুমি সবুজ ঘাসে শিশির ভেজা ভোরের শীতল হাওয়া
দেখলে তোমায় হয়না তো আর আমার নাওয়া খাওয়া।
দুপুর বেলা রোদনধারায় তুমি মেঘের ছায়া
থাকতে আমি পারিনা যে ভুলে তোমার মায়া।

Post a Comment

0 Comments